চবি প্রতিনিধি

  ১০ ডিসেম্বর, ২০২৩

চবির ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে নেওয়ার পরিকল্পনা

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে নেওয়ার পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। রবিবার (১০ ডিসেম্বর) বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ।

রেজিস্টার নূর আহমদ বলেন, ‘বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার বিষয়ে আমরা আরো আগেই পরিকল্পনা নিয়েছিলাম। তবে এখনও তা চূড়ান্ত হয়নি। পরবর্তী সভায় এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

রেজিস্টার আরো বলেন, ‘প্রথমে হয়তো আমরা সব পরীক্ষা বিভাগে নিতে পারব না। প্রথমবার আমরা কয়েকটি পরীক্ষা বিভাগে নেব। তবে কোন কোন বিভাগে নেওয়া হবে সেটা মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চবি,ভর্তি,পরীক্ষা,বিভাগীয় শহর,পরিকল্পনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close