reporterঅনলাইন ডেস্ক
  ০৯ ডিসেম্বর, ২০২৩

চকরিয়ায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়া-মহেশখালী আঞ্চলিক মহাসড়কে ডাম্পার ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মো. জাবেদ সিকদার (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে আঞ্চলিক মহাসড়কের ইলিশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় সিএনজি অটোরিকশার চালকসহ দুইজন গুরুতর আহত হয়।

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জাবেদ সিকদার মহেশখালী উপজেলার গোরকঘাটা ইউনিয়নের সিকদার পাড়ার মো. ইসহাক সিকদারের ছেলে ও পৌরসভার মেয়র মাকসুদ মিয়ার ভাগিনা। আহত দুইজনের নাম ঠিকানা পাওয়া যায়নি।

মহেশখালী পৌরসভার মেয়র মাকসুদ মিয়া জানান, জাবেদ জুমার নামাজ পড়ে চকরিয়ায় আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। এ সময় ইলিশিয়া এলাকায় ইট বোঝাই একটি ডাম্পার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মারা যায় আমার ভাগিনা জাবেদ।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী সড়ক দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পিডিএস/এএমকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যুবক নিহত,সংঘর্ষ,ট্রাক-সিএনজি,চকরিয়া
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close