নড়াইল প্রতিনিধি

  ০৮ ডিসেম্বর, ২০২৩

নড়াইলে মানবপাচার মামলায় শাকিল গ্রেপ্তার

আসামি শাকিল হোসেন (৩৮)। ছবি: সংগৃহীত

নড়াইলে একাধিক মানবপাচার মামলার আসামি জেলার কালিয়া উপজেলার চাঁচুড়ী গ্রামের শাকিল হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার (৬ ডিসেম্বর) চাঁচুড়ীবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ২০২১ সালের ১৯ এপ্রিল চাঁচুড়ি ইউনিয়নের কদমতলা গ্রামের খাজা মিয়ার মেয়ে মিতা খানমকে ফ্রান্সে পাঠানোর কথা বলে ভারতের বোম্বে পাচার করে দেওয়ার অভিযোগে মিতার বাবা খাজা মিয়া মঙ্গলবার (৫ ডিসেম্বর) শাকিলসহ একই এলাকার রাজিবুল ইসলাম রাজিব, রাকিবুল ইসলাম রাতুলসহ ৫জনের বিরুদ্ধে খুলনার হরিণটানা থানায় মামলা করেন

ভুক্তভোগী খাজা মিয়া জানান, শাকিল তার মেয়েকে ফ্রান্সে পাঠানোর বিষয়ে আশ্বাস দিয়ে দু’তরফা ১২ লাখ টাকা নেয়। পরে সে মিতাকে ফ্রান্সে না পাঠিয়ে ভারতে পাচার করে দেয়। তখন তিনি বাধ্য হয়ে মামলা করেন। শাকিল একজন সঙ্গবদ্ধ মানবপাচার চক্রের সদস্য বলেও দাবি করেন তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা খুলনার হরিণটানা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম রফিক এ বিষয়ে বলেন, নড়াইলের কালিয়া থানা-পুলিশের সহায়তায় তথ্য-প্রযুক্তির মাধ্যমে শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নড়াইল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close