হিলি (দিনাজপুর) প্রতিনিধি

  ০৮ ডিসেম্বর, ২০২৩

হিলিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে পথচারী

ছবি : প্রতিদিনের সংবাদ

দিনাজপুরের হিলিতে গত দুই দিন থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। যার ফলে কিছুটা বেড়েছে শীতের তীব্রতা। সেই সঙ্গে নেমে এসেছে পথচারীদের ভোগান্তি। বিশেষ করে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষগুলো।

দিনাজপুর আবহাওয়া অফিসের তথ্য মতে, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোর ৬টায় ১৯ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেই সঙ্গে বাতাসের আদ্রতা ৯৮ শতাংশ এবং বৃষ্টি পাত হয়েছে ৪ দশমিক ২ মিলিমিটার।

রিকশাচালক আমির হোসেন বলেন, গত দুই দিন থেকে বৃষ্টির কারণে রিকশা চালাতে খুব কষ্ট হচ্ছে। তবুও বৃষ্টির মধ্যেই রিকশা নিয়ে বের হয়েছি। আগের থেকে আয় অনেকটাই কমে গেছে। যাত্রী তেমন হচ্ছে না। বৃষ্টির কারনে কিছুটা শীতের প্রকোপ বেড়েছে। আমরা খুব কষ্টে আছি।

ট্রাকচালক মিনহাজ বলেন, হিলির রাস্তার অবস্থা অনেকটাই খারাপ। এরই মধ্যে সিপি এবং চার মাথা থেকে মহিলা কলেজ পর্যন্ত রাস্তার অবস্থা খুব খারাপ। যার ফলে এই রাস্তায় গাড়ি চালাতে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে যদি দ্রুত রাস্তা সংস্কার করা হয় তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হয়।

পিডিএস/এএমকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পথচারী,গুঁড়ি গুঁড়ি বৃষ্টি,হিলি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close