সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
খবর প্রকাশের পর
সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে পানির পাম্প সচল
ফেনীর সোনাগাজীতে সাত দিন বন্ধ থাকার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানি সরবরাহ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর থেকে হাসপাতালে পানি সরবরাহের একমাত্র পাম্পটি মেরামতে পরিস্থিতি স্বাভাবিক হয়। এতে হাসপাতালের রোগী ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
জানা যায়, গত ৩০ নভেম্বর (বৃহস্পতিবার) হাসপাতালের একমাত্র পাম্পটি নষ্ট হয়। এতে হাসপাতালে পানি সরবরাহ বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন হাসপাতালে ভর্তি থাকা রোগী, স্বজন ও স্বাস্থ্যকর্মীরা। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার 'প্রতিদিনের সংবাদ' এ খবর প্রকাশিত হয়। পরে হাসপাতালের পাম্পটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ বলেন, রোগী ও স্বাস্থ্যকর্মীদের দুর্ভোগের কথা জানিয়ে পানির বিকল্প ব্যবস্থা করতে স্বাস্থ্য প্রকৌশল বিভাগকে জানানো হয়েছে। পরে পাম্প মেরামত ও পাইপ বসিয়ে পানির সমস্যা সমাধানের উদ্যোগ নেয় স্বাস্থ্য প্রকৌশল বিভাগ।
সোনাগাজী স্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, ‘হাসপাতালে পানির পাম্প নষ্ট হওয়ার খবর পেয়ে দ্রুত পানির লাইন সচল করা হয়েছে।’
পিডিএস/আরডি