চট্টগ্রাম ব্যুরো ও সিরাজগঞ্জ প্রতিনিধি

  ০৭ ডিসেম্বর, ২০২৩

চট্টগ্রামে বাসে ও শাহজাদপুরে কাভার্ডভ্যানে দুর্বৃত্তের আগুন

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চান্দগাঁওতে বাসে ও সিরাজগঞ্জের শাহজাদপুরে মুরগির বাচ্চাবাহী কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৬ ডিসেম্বর) রাতে এসব ঘটনা ঘটে।

চট্টগ্রাম প্রতিনিধি জানান, মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে সিঅ্যান্ডবি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থলের পার্শ্ববর্তী কালুরঘাট ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ বাহার উদ্দিন বলেন, ‘চালক খালি গাড়ি পার্কিং করে চায়ের দোকানে যান। চালকের সহযোগি তখন গাড়িতে ছিলেন। হঠাৎ পেছন থেকে গাড়িতে আগুন ধরে যায়। প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।’

জানতে চাইলে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, ‘সিঅ্যান্ডবি এলাকায় একটি বাসে আগ্নিকাণ্ড ঘটেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে পুলিশ ঘটনা তদন্ত করছে।’

এ ছাড়া সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, জেলার শাহজাদপুরে মুরগির বাচ্চাবাহী কাভার্ডভ্যানে দুর্বৃত্তদের দেওয়া আগুনে চালক আহত হয়েছেন। এতে গাড়িতে থাকা সব মুরগির বাচ্চা মরে গেছে। বুধবার রাত পৌনে ১০টার দিকে সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কে শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

শাহজাদপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার নাজিম উদ্দিন জানান, টেটিয়ারকান্দা এলাকায় দুর্গাদহ সিএনজি ফিলিং স্টেশনের কাছে মুরগির বাচ্চাবাহী কাভার্ডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, গাজীপুরের মাওনা-শ্রীপুর থেকে পাবনাগামী কাভার্ডভ্যানের কেবিনে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আগুনে গাড়িতে থাকা সব মুরগির বাচ্চা পুড়ে গেছে। কাভার্ডভ্যানের চালকের গালে আঘাত লেগেছে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,সিরাজগঞ্জ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close