কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

  ০৭ ডিসেম্বর, ২০২৩

কেন্দুয়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিপাকে কর্মজীবী-কৃষকরা

ছবি: প্রতিদিনের সংবাদ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছে কৃষকরা। বুধবার (৬ ডিসেম্বর) থেকে বৃষ্টিতে কৃষকরা ধান ও ধানের খড় শুকানো নিয়ে পড়েছে দুশ্চিন্তায়। বৃষ্টিতে কৃষকের নষ্ট হচ্ছে ধান ও খড়।

সরেজমিনে দেখা গেছে, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বৃষ্টির কারণে ভোগান্তিতে সাধারণ মানুষ। ভোর থেকে বৃষ্টির কারণে ঘর থেকে বের হতে পারছে না অনেকেই। তবে নিম্ন আয়ের মানুষরা বৃষ্টি মাথায় নিয়ে ছুটে বেড়াচ্ছেন গন্তব্যে। আর অনেকেই অলস সময় পার করছেন চায়ের দোকানে।

উপজেলার কান্দিউড়া ইউনিয়নের রাজিপুর গ্রামের সেলিম মিয়া বলেন, গুড়ি গুড়ি বৃষ্টিতে ধান ও খড় নিয়ে বিপদে আছি। জমিতে ধান পড়ে আছে। শুকনো খড় বৃষ্টিতে ভিজে গেছে।

কৃষক মাজু মিয়া জানান, কাজে যাবার কথা ছিল কিন্তু বৃষ্টিতে ঘর থেকে বের হতে পারছি না। তাই কাজে আর যাওয়া হলো না।

কৃষক মোস্তাকিম বলেন, এই বৃষ্টিতে রবিশস্য ও শাকসবজি কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া বোরো ধানের বীজতলাগুলোতে ক্ষতির শঙ্কা।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নেত্রকোনা,কেন্দুয়া,গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close