গাজীপুর প্রতিনিধি

  ০৬ ডিসেম্বর, ২০২৩

গাজীপুরে বিকাশ প্রতারক জামাই-শ্বশুর গ্রেপ্তার

ছবি: প্রতীকি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মোবাইল ব্যাংকিং বিকাশ-নগদ এজেন্টদের টাকা চুরির অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার দুই জন সম্পর্কে জামাই-শ্বশুর। উদ্ধার করা হয়েছে চুরির করা ৪৫ হাজার টাকা। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরের দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেড কোয়ার্টারে এক প্রেস বিজ্ঞপ্তি উপ-কমিশনার মো. কামাল হোসেন এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো, কালিয়াকৈর থানার গোবিন্দপুর এলাকার মো. শফিকুল ইসলাম (৪৫) এবং তার জামাতা শেরপুরের তাতীহাটি পূর্বপাড়া এলাকার মো. আকিল হাসান ওরফে আকিল (২৪)।

উপ-কমিশনার মো. কামাল হোসেন বলেন, গত ১৯ নভেম্বর জিএমপি সদর থানায় একটি বিকাশ, নগদ একাউন্টসহ মোবাইল ফোন এবং নগদ ৫০ হাজার টাকা চুরির মামলা হয়। মামলাটির তদন্তকালে গাজীপুর মহান রের টঙ্গী পূর্ব ও কালিয়াকৈর থানা এলাকা হতে মঙ্গলবার ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় বাদীর চুরি হওয়া মোবাইল ফোন জব্দ এবং নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে বিকাশ প্রতারণার সঙ্গে যুক্ত। এ পর্যন্ত বিভিন্নজনের নিকট থেকে আনমানিক ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাজীপুর,বিকাশ প্রতারক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close