মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই
মিরসরাইয়ে অবৈধভাবে মাছ চাষ ইউপি সদস্যকে কারাদণ্ড
চট্টগ্রামের মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কর্তৃক অবৈধভাবে মাছ চাষের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় সরকারি কাজে বাধা প্রদান করায় উপজেলার ইছাখালী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শেখ আশরাফ উদ্দীন রাকিবকে ৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার ইছাখালী এলাকায় বেজার উপ-ব্যবস্থাপক (প্রশাসন) ও সিনিয়র সহকারী সচিব মো. ইয়াছিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, বেজার সহকারী ব্যবস্থাপক মির্জা আবুজর শুভ কর্তৃক আনীত প্রসিকিউশন অনুযায়ী বেজার অধিগ্রহণকৃত ভূমি উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইছাখালী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ আশরাফ উদ্দীন রাকিব লোকজন নিয়ে সরকারি কাজে বাধা প্রদান করে। পরে তাকে ৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া ১০টি মোটরসাইকেল বাজেয়াপ্ত করে বেজা অফিসে রাখা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
পিডিএস/আরডি