মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
মনোহরদীতে ছয় হাফেজাকে সংবর্ধনা

নরসিংদীর মনোহরদীতে ছয়জন কোরআনে হাফেজাকে স্বর্ণপদক দেওয়া হয়েছে। গতসোমবার বিকেলে মনোহরদী বাসস্ট্যান্ড-সংলগ্ন উম্মুল কুরা নুর আদর্শ মহিলা মাদরাসা প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।মাদরাসারহিফজুল কোরআন বিভাগ থেকে হিফজ সম্পন্ন করায় তাদের সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়।
স্বর্ণপদকপ্রাপ্তহাফেজারা হলেন-হাফসা, সায়মা, সুমাইয়া, নাজিয়া নৌশিন, তাবাসসুম তোবা আঁখি ও হানান।এসময় প্রত্যেক হাফেজাকে আধাভরি ওজনের একটি করে স্বর্ণের চেইন, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।অনুষ্ঠান শেষে নতুন ছাত্রীদেরহিফজ সবক দেওয়া হয়।
অনুষ্ঠানে মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালকআব্দুস সোবহান মো. আলী ও মাদরাসার পরিচালনা পর্ষদের সভাপতি সিরাজ উদ্দিন মাঝি, চন্দনবাড়ী ইসলামীয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ হারুন-অর-রশিদসহ বিভিন্ন মাদরাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।
পিডিএস/জেডকে