লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
বালু উত্তোলনে বাঁধা, মারধরে আহত রিক্সাচালক

চট্টগ্রামের লোহাগাড়ায় হাতিয়ার খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের বড়ুয়াপাড়া এলাকায় বালু উত্তোলনে বাঁধা দেওয়ায় সাফুল বড়ুয়া (৫০) নামে রিক্সাচালককে মারধর করে আহত করা হয়েছে। তিনি ওই এলাকার সুধির বড়ুয়ার ছেলে।
এ ঘটনায় আহত সাফুল বড়ুয়া বাদী হয়ে একই ইউনিয়নের কাট্টলি পাড়ার মেহের ও রাসেলকে বিবাদী করে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উল্লেখিত বিবাদীগণ দীর্ঘদিন ধরে হাতিয়ার খাল এলাকা থেকে তাবা দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। ৫ মাস আগে লোহাগাড়া উপজেলা সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহ বালু উত্তোলনের কাজ অভিযান চালিয়ে বন্ধ করে দেয়। কিন্তু গত ১ মাস ধরে পুনরায় বালু উত্তোলন করলে বাঁধা দিলে প্রতিপক্ষরা সাফুলকে মারধর করে।
আহত সাফুল বড়ুয়া জানান, প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান তিনি।
অন্যদিকে, অভিযুক্ত রাসেল ও মেহের জানান, তারা মসজিদ নির্মাণের জন্য বালু উত্তোলন করেছে। সাফুল বড়ুয়াকে তারা মারধর করেননি।
ইউএনও মুুহাম্মদ ইনামুল হাছান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ্যে ব্যবস্থা নেওয়া হবে।
পিডিএস/আরডি