বেনাপোল (যশোর) প্রতিনিধি
বেনাপোলে চুরি কাভার্ডভ্যান বাহাদুরপুরে জব্দ
যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে চুরির ঘটনায় তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়া, চুরি হওয়া কাভার্ডভ্যানও জব্দ করা হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) যশোর শহরতলীর বাহাদুরপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের মাসুম (২০), শাহিদুর রহমান (২৬) ও সিজান (২০)।
জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ৩০ নভেম্বর রাত ৮টার দিকে যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বন্দরের ২ নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর কাভার্ডভ্যানটি রেখে বাড়ি যান চালক মাসুদ রানা। পরদিন ভোর ৫টার দিকে চালক এসে দেখেন কাভার্ডভ্যানটি নেই। এ ঘটনায় তিনি বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে রবিবার ভোরে অভিযান চালান। বাহাদুরপুর গ্রাম থেকে ট্রাকটি উদ্ধার এবং ওই তিনজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছে, তারা সংঘবদ্ধ চোরচক্রের সক্রিয় সদস্য এবং ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি চুরি করে নিয়ে যায়।
পিডিএস/জেডকে