ফেনী প্রতিনিধি
পরশুরামে কুকুরের কামড়ে আহত ২০
ফেনীর পরশুরামে কুকুরের কামড়ে নারী, শিশু, বৃদ্ধসহ ২০ জন পথচারী আহত হয়েছেন। গতকাল সোমবার সকালের দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের চারটি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে গুরুতর পাঁচজনকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতেরা হলেন, রাকিবুল, নজরুল ইসলাম, মো. মোস্তফা, পারুল আক্তার, সায়েম, সৈকত, জান্নাতুল মাওয়া, ইসরাত জাহান, আরাফাত, আতা এলাহি মজুমদার, আবদুর রউপ, জাফর আহাম্মদ, ফাতেমা আক্তার, ওজিপা আক্তার, মো. মাসুদ, বেলাল হোসেন , নাসিমা আক্তারসহ ২০ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
মির্জানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুরুজ্জামান ভুট্টো জানান, ডিএম সাহেব নগর, মেলাঘর, নিজকালিকাপুর, রাঙ্গামাটিয়া গ্রামের সাদা রঙের একটি কুকুরের কামড়ে ২০ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে। পরে স্থানীয় লোকজন পিটিয়ে কুকুরটিকে মেরে ফেলে।
পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা ইফতেখার হাসান ভুইয়া জানান, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পিডিএস/এস