খাগড়াছড়ি প্রতিনিধি

  ০৪ ডিসেম্বর, ২০২৩

অগ্নিসংযোগ ঘটনায় দগ্ধ ট্রাক হেলপার মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ট্রাকে অগ্নিসংযোগ ঘটনায় দগ্ধ ট্রাক হেলপার মৃত্যুর ঘটনায় প্রতিবাদ সমাবেশ।-প্রতিদিনের সংবাদ

খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি এলাকায় ট্রাকে অগ্নিসংযোগ ঘটনায় দগ্ধ ট্রাক হেলপার মৃত্যুর ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে জেলা সড়ক পরিবহন চালক সমবায় সমিতি লিমিটেড। গতকাল সোমবার সকাল ১১টায় একটি মিছিল শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

জানা গেছে, এর আগে গত ২৬ নভেম্বর রাতে গুইমারায় সরকারি চালের ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় অগ্নি দগ্ধ ট্রাক হেলপার মো. বেলাল হোসেন চিকিৎসাধীন অবস্থায় ২ ডিসেম্বর রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন তিনি মারা যান। তিনি মাটিরাঙ্গা পৌরসভার আদর্শগ্রাম মধ্যপাড়ার স্থানীয় জাহিদুল হকের ছেলে।

এ সময় বক্তারা বলেন, জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানায়। অন্যথায় এর ফল ভালো হবে না বলে হুশিয়ারী দেন বক্তারা। খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমবায় সমিতির সভাপতি মনতোষ ধরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষ সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য দেন, খাগড়াছড়ি জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ মেহেদী হাসান হেলাল। এতে অংশ নেন সাধারণ সম্পাদক আবুল বশর, সহ-সভাপতি আবু তালেব বাসেক, সদস্য মিন্টু কুমার দত্ত, খাগড়াছড়ি পার্বত্য জেলা ট্রাক মিনি-ট্রাক মালিক গ্রুপের দপ্তর সম্পাদক মিরনুর রহমান মিলন, প্রমুখ।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
খাগড়াছড়ির গুইমারা,হেলপার মৃত্যু,বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close