বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
০৩ ডিসেম্বর, ২০২৩
কক্সবাজারে সমুদ্রে ডুবে দম্পতির মৃত্যু
কক্সবাজারের সমুদ্রে ডুবে মারা গেছে স্বামী-স্ত্রী। তাদের বাড়ি নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের দিয়ারপাড়ায়। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ শফিউল আযম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ওই দম্পতি হলেন আবুল কাশেম বকুল (৪২) ও সাবিকুন নাহার সুমা (৩৪)। বকুল বনপাড়া পৌর শহরের দিয়ারপাড়া এলাকার মৃত বোরহানউদ্দিন আহমেদ এর ছেলে ও সুমার বাবার নাম সুলতান আলী।
জানা গেছে, ওই দম্পতি ছুটিতে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। তারা কক্সবাজারের সিগাল হোটেলের ৩২৭ নম্বর কক্ষে গত শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে অবস্থান নেয়। রবিবার দুপুর ১২টার দিকে সমুদ্রে গোসল করতে নেমে তারা ঢেউয়ে ভেসে যায়। পরে টুরিস্ট পুলিশের একটি দল তাদের মৃতদেহ উদ্ধার করে।
পিডিএস/এস
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন