সাতকানিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি

  ০২ ডিসেম্বর, ২০২৩

সাতকানিয়ায়

আ.লীগ প্রার্থীর সমর্থকের বাড়িতে গুলিবর্ষণ দুর্বৃত্তদের

চট্টগ্রামের সাতকানিয়ায় উদ্ধার করা গুলির খোসা। ছবি: প্রতিদিনের সংবাদ

চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীর এক সমর্থকের ঘরে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১ ডিসেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জন্য স্বতন্ত্র প্রার্থী সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেবকে দায়ী করছেন ভুক্তভোগী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে ইছামতি মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন চট্টগ্রামের ব্যবসায়ী মোহাম্মদ রিয়াজ উদ্দিন রিয়াদের বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা।

ব্যবসায়ী রিয়াদ বলেন, ‘আমরা স্থানীয়ভাবে নৌকাপ্রার্থী ড.নদভীর সমর্থক। বিদ্রেহীপ্রার্থী মোতালেবের সমর্থক পশ্চিম ঢেমশা ইউনিয়নের চেয়ারম্যান রিদুয়ানুল ইসলাম সুমনের নেতৃত্বে আমার বাড়িতে হামলা করা হয়েছে। আমরা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।’

এম এ মোতালেব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা কারো ওপরে হামলা করিনি। আমরা শান্তিপূর্ণ একটি নির্বাচন চাই।’

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) আতাউল হক চৌধুরী শনিবার (২ ডিসেম্বর) দুপুরে বলেন, ‘কয়েকটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এখনো কোনো অভিযোগ আমরা পাইনি।’

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাতকানিয়া,চট্টগ্রাম,গুলিবর্ষণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close