দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

  ০২ ডিসেম্বর, ২০২৩

খাগড়াছড়িতে

পর্যটন উৎসাহিত করতে নারীদের মোটর শোভাযাত্রা

খাগড়াছড়িতে স্থানীয় পর্যটন উৎসাহিত করতে মায়াবিনী পর্যটন লেক এলাকায় অনুষ্ঠিত হয়েছে নারী মোটরসাইকেল চালকদের দিনব্যাপী শোভাযাত্রা। ছবি: প্রতিদিনের সংবাদ

খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে নারী মোটরসাইকেল চালকদের দিনব্যাপী বর্ণিল শোভাযাত্রা। স্থানীয় পর্যটন উৎসাহিত করতে নারীদের এই মোটর শোভাযাত্রা হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) সকালে জেলা পরিষদ পার্ক থেকে রোডশোর উদ্বোধন করা হয়।

খাগড়াছড়ির একতা মটরসের সহযোগিতায় খাগড়াছড়ি মায়াবিনী পর্যটন লেক এলাকায় সভায় যোগ দেন অংশগ্রহণকারী কেজিসি লেডি বাইকার্সের সদস্যরা।

এ সময় দেড় শতাধিক মোটর বাইক শহরের প্রাণকেন্দ্র শাপলা চত্বর হয়ে পানছড়ির কংচাইরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টিভিএস স্কুটার ফেস্টিভ্যালে গিয়ে সমবেত হয়। টিভিএস এন্টক ১২৫ সিসি ও টিভিএস ওয়গো ১১০ সিসি স্কুটার রোড শো উপলক্ষে অংশগ্রহণকারী নারী মোটরসাইকেল চালকদের সঙ্গে কেক কাটেন খাগড়াছড়ি একতা মটরসের স্বত্বাধিকারী মো. আলাউদ্দিন। এতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি লেডি বাইকার্সের সদস্য তুষিতা চাকমা, জাহানারা আক্তারসহ কেলী চাকমা প্রমুখ।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
খাগড়াছড়ি,দীঘিনালা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close