অনলাইন ডেস্ক
০১ ডিসেম্বর, ২০২৩
গাজীপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে আগুন
গাজীপুরের টঙ্গীতে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে ন্যাশনাল টিউব রোডে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
পিডিএস/এমএইউ
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন