মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
যশোর-১ শার্শা আসনে আনন্দঘন পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন ৬ প্রার্থী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিলো বৃহস্পতিবার (৩০ নভেম্বর)। এদিন সকাল থেকে যশোর জেলা রিটার্নিং কর্মকর্তা ও যশোরের ৮৫-১ (শার্শা) আসনের প্রার্থীরা স্ব-স্ব উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
যশোর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সারাদিন আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা ৩ জন।
প্রার্থীরা হলেন-
যশোর-১ (শার্শা) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ আফিল উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন, সোহরাব হোসেন, নাজমুল হাসান এবং জাকের পার্টির সবুর খান ও জাতীয় পার্টির আক্তারুজ্জামান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
যশোর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার বলেন, নির্বাচন কমিশনের শিডিউল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ দিন ছিলো বৃহস্পতিবার। প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা ও স্ব- স্ব উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
পিডিএস/এএমকে