কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

  ৩০ নভেম্বর, ২০২৩

কোটালীপাড়ায় পরীক্ষা হলে অচেতন অর্ধশত 

ছবি: প্রতিদিনের সংবাদ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন অর্ধশত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে ৪১ জনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় পূর্ব কোটালীপাড়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

শিক্ষক ও অভিভাবকদের দাবি চেতনানাশক স্প্রে করার কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে। তবে প্রাথমিকভাবে চেতনানাশক স্প্রের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল কর্মকর্তা আসাদুজ্জামান।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক বনজ কুমার মজুমদার জানান, বৃহস্পতিবার পরীক্ষা শুরুর ১ঘন্টা পরে ছাত্রী মৌরিন মধু বমি করতে করতে অসুস্থ হয়ে পড়ে এবং তাকে দেখে অন্য শিক্ষার্থীরাও অসুস্থ হয়ে পড়ে। পরে শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

শিক্ষার্থী মৌরিন মধু বলেন, পরীক্ষার মধ্যে আমি বমি করতে করতে অচেতন হয়ে পড়লে শিক্ষকরা আমাকে হাসপাতালে নিয়ে আসেন।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস ওয়াহিদ বলেন, অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গোপালগঞ্জ,কোটালীপাড়া,অচেতন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close