মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ)
মানিকগঞ্জ-২ আসনে দু’ভাইসহ ১৪ জনের মনোয়নপত্র দাখিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিংগাইর- হরিরামপুর সদরের আংশিক) আসনে ১৪জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার ( ৩০ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন পর্যন্ত রিটার্নির অফিসার ও সহকারী রিটার্নির অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সিংগাইর উপজেলা আওয়ামী লীগ সভাপতি কণ্ঠশিল্পী মমতাজ বেগম, জাতীয় পার্টির মনোনীত প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ এসএম আব্দুল মান্নান। স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলু, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল, সিংগাইর উপজেলা পরিষদের সদ্য পদত্যাগী চেয়ারম্যান মুশফিকুর রহমান খাঁন হান্নান।
এর আগে বাংলাদেশ তরিকত ফেডারেশনের অ্যাড. ফেরদৌস আহমেদ আসিফ, জাকের পার্টির আজিজুর রহমান, জাসদের রফিকুল ইসলাম সিদ্দিকী, তৃনমুল বিএনপির মোঃ জসিম উদ্দিন, বিএনএম-এর এ কে এম ইকবাল, বাংলাদেশ সুপ্রিম পার্টির এ কে নাহিদ, কৃষক শ্রমিক জনতা লীগের তানভীন রহমান। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেন্দ্রীয় স্বেচ্ছাসেব কলীগ সদস্য শাহাবুদ্দিন আহমেদ চঞ্চল ও প্রজন্ম লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সারোয়ার আলমও মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়ন দাখিলকারীদের মধ্যে দেওয়ান সফিউল আরেফিন টুটুল ও দেওয়ান জাহিদ আহমেদ টুলু আপন চাচাতো ভাই বলে জানা গেছে।