মোহাম্মদ শাখাওয়াৎ হোসাইন, কসবা (ব্রাহ্মণবাড়িয়া)

  ২৯ নভেম্বর, ২০২৩

নির্বাচন পেছানোর বিষয়ে কমিশনই বলতে পারবে : আইনমন্ত্রী

কসবায় উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে। ছবি : প্রতিদিনের সংবাদ

নির্বাচন পেছানো হবে কি না, সেটা একমাত্র নির্বাচন কমিশনই বলতে পারবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বুধবার বিকেলে দেশের বর্তমান অবস্থা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কসবা মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে বিশেষ বর্ধিত সভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। এতে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও আইনমন্ত্রী আনিসুল হক সভাপতিত্ব করেন।

বাংলাদেশ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে বিশে^ পরিচিত। সেই গণতান্ত্রিক দেশে ভিন্ন অনেক মত থাকতে পারে। ভিন্নমতের লোকরা কথা বলতে পারে। সেই অধিকার দেওয়ার ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। দেশের শান্তিরক্ষার দায়িত্ব জননেত্রী শেখ হাসিনার। সেইটার ব্যাপারে আমরা সচেতন থাকব। দেশের শান্তিরক্ষা এবং জানমাল রক্ষায় আমরা সচেষ্ট থাকব।

আানিসুল হক আরো বলেন, ‘কসবা-আখাউড়ার মানুষের উন্নয়ন করাই আমার কমিটমেন্ট। যে ক্ষেত্রেই হোক, স্কুল-কলেজের উন্নয়ন, চাকরির ক্ষেত্রে উন্নয়ন, যোগাযোগের উন্নয়ন, যা মানুষের উপকারে আসে সে ব্যাপারে আমার কমিটমেন্ট রয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি।’

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রাশেদুল কাওসার ভূইয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মো. গোলাম হাক্কানী, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি কাজী মো. আজহারুল ইসলাম, মো. আনিছুল হক ভূইয়া, রুহুল আমিন ভূইয়া বকুল, মো. সাইদুর রহমান স্বপন; সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম সোহাগ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এম এ আজিজ।

আরো ছিলেন কসবা পৌরসভার সাবেক মেয়র এমরান উদ্দিন, কসবা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. শফিকুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক মো. রুস্তম খা, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আফজাল হোসেন, যুগ্ম আহ্বায়ক কাজী মানিক প্রমুখ।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আনিসুল হক,আইনমন্ত্রী,কসবায় উপজেলা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close