ধুনট (বগুড়া) প্রতিনিধি

  ২৯ নভেম্বর, ২০২৩

বগুড়া-৫ আসন

বাবা মনোনয়ন পাননি, স্বতন্ত্র হচ্ছেন ছেলে

ছবি: প্রতিদিনের সংবাদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ আসনে (শেরপুর-ধুনট) স্বতস্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহম্মদ আসিফ ইকবাল সনি। তিনি এই আসনে দলীয় মনোনয়ন না পাওয়া সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমানের ছেলে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলা সদরের ধুনট প্লাজায় শেখ কামাল মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সামনে আনুষ্ঠানিকভাবে ওই ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।

বগুড়া-৫ আসনের তিনবারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। দলীয় বিধিনিষেধ না থাকায় এই আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন আসিফ ইকবাল সনি। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন আলমের সঞ্চালনায় বক্তব্য দেন পৌরসভার মেয়র এ জি এম বাদশাহসহ একাধিক আওয়ামী লীগ নেতা।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বগুড়া,ধুনট,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন,স্বতস্ত্র প্রার্থী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close