বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
বোদায় শিক্ষকের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা
পঞ্চগড়ের বোদায় এক নারীকে যৌন হয়রানির অভিযোগে সাতখামার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনিছুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। গত ১৪ নভেম্বর পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন ভুক্তভোগী ওই নারী।
আদালত মামলাটি গ্রহন করে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের আদেশ দিয়েছেন। মামলার আসামি শিক্ষক আনিছুর রহমান পৌর সদরের সাতখামার এলাকার বাসিন্দা।
এজাহারে জানা যায়, ভুক্তভোগী নারী পৌর সদরের ভাড়াটিয়া। শিক্ষক আনিছুর প্রায় সময় তাকে শারীরিক ও মানসিকভাবে হয়রানি করতেন। এবং অবৈধ সম্পর্ক গড়ার জন্য মোবাইল ফোনে অনেকবার কুপ্রস্তাব দেন। পরে গত ১০ নভেম্বর ভুক্তভোগীকে রাস্তা থেকে টেনেহিঁচড়ে তার বাড়ীতে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই সময় কয়েকজন এগিয়ে এলে ভুক্তভোগীকে ছেড়ে দেয় আনিছুর।
ভুক্তভোগী এ বিষয়ে জানান, এখনো তাকে বিভিন্নভাবে ধর্ষণের হুমকি দিচ্ছেন আনিছুর। তিনি এর বিচারের জন্য আদালতে মামলা করেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান সিরাজ জানান, এর আগে বেশ কয়েকবার নারীকে কুপ্রস্তাব দিয়ে অবৈধ সম্পর্ক স্থাপনের অভিযোগে তার বিরুদ্ধে শালিস করা হয়েছে এবং তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন।
সাতখামার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, শিক্ষক আনিছুর বর্তমানে হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন।
শিক্ষক আনিছুর রহমান বলেন, ‘আমার বাড়িতে তারা হামলা করেছে। হামলা থেকে বাঁচার জন্য তারা মিথ্যা মামলা করেছে।’
পিডিএস/আরডি