কয়রা (খুলনা) প্রতিনিধি

  ২৯ নভেম্বর, ২০২৩

কয়রায় পুকুর থেকে ইউনিলিভার কর্মীর লাশ উদ্ধার

ছবি: প্রতীকি

খুলনার কয়রায় পুকুর থেকে সাগর সাহা (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) সকালের দিকে উপজেলার বাগালি ইউনিয়নের ইসলামপুর সরকারি পুকুর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।সাগর পাইকগাছা উপজেলার কপিলমুনি গ্রামের শংকর সাহার ছেলে। ইউনিলিভার কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন তিনি।

কয়রা থানার ওসি মো. মিজানুর রহমান জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ইসলামপুর সরকারি পুকুর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের নাম জানাতে চাননি ওসি। লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
খুলনা,কয়রা,মরদেহ উদ্ধার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close