সিরাজগঞ্জ প্রতিনিধি

  ২৮ নভেম্বর, ২০২৩

সিরাজগঞ্জে হত্যা মামলায় সাবেক স্বামীসহ দুজনের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জে দুই নারী ও এক শিশু হত্যা মামলায় দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরো একজনকে বেকুসুর খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরের দিকে জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার বেলকুচি উপজেলার চালা অফিসপাড়া মহল্লার আলামিন (৩৬) ও জয়পুরহাটের পাঁচবিবি থানার পবাহার নয়াপাড়া গ্রামের রবিউল ইসলাম (২৭)। এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পান নয়ন সরকার।

মামলার নথিতে জানা যায়, ২০০৭ সালে আলামিন শ্রীপুর থানার টেংরা গ্রামের বাদল মন্ডলের স্ত্রী নাসরিন আক্তারের সঙ্গে গোপনে বিয়ে করেন। পরে বিয়ের বিষয়টি জানাজানি হলে নাসরিন আলামিনকে তালাক দেয়। পরে ২০১৬ সালের ৩১ জুলাই আলামিন নাসরিনকে মোবাইল ফোনে দেখা করতে বলে। নাসরিন তার ফুপু মেহেরুন নেছা ও ভাগ্নি জাইমাকে (৫) নিয়ে আলামিনের দোকানে যায়। এ সময় আলামিন ও সহযোগী রবিউল ইসলাম মিলে তিনজনকে হত্যা করে। পরে মরদেহগুলো বস্তায় ভরে সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীতে ফেলে দেয়। পরবর্তিতে এনায়েতপুর থানার উপপরিদর্শক (এসআই) আজগর আলী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জ,মৃত্যুদণ্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close