কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
কালীগঞ্জে জনতার হাতে আটক সরকারি ওষুধ
ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি চার কার্টুন ওষুধসহ একটি ভ্যান গাড়ি আটক করেছে জনতা। শহরের বিহারীমোড় এলাকায় মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। আটক ওষুধের চারটি কার্টুনে লেখা ছিল, ‘ওষুধ শুধুমাত্র কমিউনিটি ক্লিনিকে ব্যবহারের জন্য। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্পদ। ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয়।’
আটক ওষুধগুলো কালিগঞ্জ হেলার সরকারি হাসপাতাল থেকে নিয়ে কালুখালী কমিউনিটি ক্লিনিকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন ভ্যানচালক মোহাম্মদ আকবর বিশ্বাস। উপজেলার কালুখালী কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইটর মোসাম্মৎ রোকসনা খাতুন ওষুধ ভর্তি কার্টুনগুলো নিতে বলেছেন বলে জানান।
চালক আকবর বিশ্বাস বলেন, ‘রোকসানা খাতুন এই মালগুলো ২০০ টাকা ভাড়ায় পৌঁছে দেওয়ার জন্য বলেন। তবে তিনি সঙ্গে আসেননি, মালের কোনো কাগজপত্র বা চালান আমাকে দেননি। বিহারীমোড়ে কয়েকজন আমাকে নানা ধরনের প্রশ্ন করেন। আমি কাগজপত্র দেখাতে না পারায় ওখানকার সব ঘটনা রোকসানা আপাকে ফোনে জানাই।’
লিখন নামে প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, ভ্যানের ওপর সরকারি ওষুধ দেখে তারা নানা বিষিয়ে জানতে চান। কিন্তু ভ্যানচালক কোনো সদুত্তর দিতে না পারায় তারা থানায় বিষয়টি অবগত করেন। পরেব থানা-পুলিশ ও স্থানীয় কাউন্সিলর মুক্তার হোসেন এসে ব্যাপারটি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।
জানতে চাইলে মোসাম্মৎ রোকসনা খাতুন বলেন, ‘প্রতিবার আমি সঙ্গে করেই নিয়ে যাই। এবার হাসপাতালে একটু কাজ থাকায় সাথে যেতে পারিনি। ভুল হয়ে গেছে।’
কালীগঞ্জ থানার এসআই হুমায়ুন কবির বলেন, স্থানীয়দের ফোন পেয়ে ঘটনাস্থলে ভ্যানের ওপরে কমিউনিটি ক্লিনিকের চার কার্টুন সরকারি ওষুধ দেখতে পাই। পরে স্বাস্থ্য কর্মকর্তার সাথে যোগাযোগ করে ব্যাপারটি সমাধান করার চেষ্টা করি।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন, ঘটনাটি আমি শুনেছি। এ ব্যাপারে প্রয়োজনীও ব্যবস্থা গ্রহণ করছি।
পিডিএস/আরডি