দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

  ২৮ নভেম্বর, ২০২৩

পিকআপ উল্টে ছাত্রলীগের ২১ নেতাকর্মী আহত

ছবি: প্রতিদিনের সংবাদ

পটুয়াখালীর দুমকিতে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিলে যাওয়ার পথে পিকআপভ্যান উল্টে ছাত্রলীগের ২১ নেতাকর্মী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকাল ৫টায় দুমকির লালখা সেতু এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

পটুয়াখালী-১ (সদর, দুমকি ও মির্জাগঞ্জ) আসনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন দলীয় মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিলে যোগ দিতে পটুয়াখালী যাচ্ছিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা। পথে পিকআপভ্যান উল্টে যায়। এতে গুরুতর আহত ৬ জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনায় আহতরা হলেন রোমান (১৭), তামিম (১৬), রাহাত (২০), নাঈম (১৮), তামিম (১৮), রনি (১৬), পারভেজ (২০), কাদের (১৬), শাকিব (২২), রুম্মান (১৭), তামিম (২০), আরাফাত (২০), আবু নাঈম (১৮), রাব্বি (১৮)। আহত সবাই দুমকি এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

আহতদের মধ্যে রোমান, তামিম, রনি, পারভেজ, কাদের ও তামিমকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। অন্যদের দুমকি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মাদ আব্দুল হান্নান বলেন, ঘটনাটি শুনেছি। কারণ অনুন্ধানে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পটুয়াখালী,দুমকি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close