মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
মুরাদনগর
দুর্বৃত্তের কোপে আহত প্রবাসীর স্ত্রীর মৃত্যু
কুমিল্লার মুরাদনগরে বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার ২০ দিন পর দুবাই প্রবাসীর স্ত্রী সুমি বেগম মারা গেছেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোরের দিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সুমি বেগম (৪১) বাদী হয়ে থানায় মামলা করেছিলেন। সুমি বেগম দুবাই প্রবাসী ইউনুছ মিয়ার স্ত্রী।
জানা গেছে, গত ৮ নভেম্বর রাতে উপজেলার রহিমপুর গ্রামের জিয়ার বাঁধ এলাকায় সুমিকে বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এ সময় তার চিৎকারে স্থানীয় বাসিন্দারা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্র্তি করেন। এ ঘটনায় হামলাকারীদের একজন রহিমপুর গ্রামের জাবেদকে (৩১) আটক ও হামলায় ব্যবহৃত ছুরি জব্দসহ তাকে কারাগারে পাঠিয়েছে মুরাদনগর থানাপুলিশ।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, সুরতহাল করার জন্য মামলার তদন্ত কর্মকর্তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখন এটি হত্যা মামলা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) পীযুষ চন্দ্র দাস বলেন, তদন্তে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
পিডিএস/আরডি