রাজবাড়ী ও গোয়ালন্দ প্রতিনিধি

  ২৮ নভেম্বর, ২০২৩

রাজবাড়ীর পাংশায় 

জাতির জনক বঙ্গবন্ধু সরকারি কলেজে ৭৫ পরীক্ষার্থীর ২ জন পাস 

ছবি: প্রতিদিনের সংবাদ

রাজবাড়ীর পাংশায় জাতির জনক বঙ্গবন্ধু সরকারি কলেজের এইচএসসি পরীক্ষায় ৭৫ জন পরিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে দুই জন। পাশ করা শিক্ষার্থীর মধ্যে একজন জিপিএ-৫ পেয়েছে। প্রতিষ্ঠানটির গড় পাশের হাড় ২.৬৭ শতাংশ। কলেজটি উপজেলার সরিষা ইউনিয়নে অবস্থিত।

জানা যায়, স্থানীয় বাসিন্দাদের উদ্যাগে কলেজটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। ২০২১ সালে কলেজটি জাতীয়করণ হয়। কলেজটির অধ্যক্ষসহ পাঠদানের জন্য রয়েছে ২৭ শিক্ষক ও ১৪ জন কর্মচারী। কলেজটি প্রতিষ্ঠার পর থেকে এইচএসসির ফলাফল মোটামুটি ভালোছিল। সরকারি হওয়ার পর থেকে শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের ঠিকমত পাঠদান করান না বলে জানান স্থানীয় বাসিন্দারা।

কলেজের অধ্যক্ষ মো. নবিউল ইসলাম এর মোবাইল ফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি একটি অনুষ্ঠানে রয়েছি পরে কথা বলব।’

সরিষা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আজমল আল বাহার বলেন, ‘যখন ম্যানেজিং কমিটি কলেজ পরিচালনা করত তখন রেজাল্ট অনেক ভালো ছিল। কলেজটি সরকারি করার পর লেখাপড়ার মান খারাপ হয়েছে।’

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজবাড়ী,পাংশা,এইচএসসি পরীক্ষা,জিপিএ-৫
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close