পলাশ (নরসিংদী) প্রতিনিধি
র্যাব পরিচয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ২

নরসিংদীর পলাশে র্যাব পরিচয়ে অটোরিকশা ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ডাক্তার মুসা বিন শমসের কলেজের সামনে থেকে গ্রামবাসীর সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরিশালের ভোলার সদর উপজেলার আব্দুল করিম মিয়া (৪৩) ও বরগুনা জেলার আবুল কালাম আজাদ (৪৫)।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, বৃহস্পতিবার দুপুরে ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাসট্যান্ড থেকে একটি অটোরিকশা ভাড়া নিয়ে ঘোড়াশাল রেলস্টেশন-সংলগ্ন ডাক্তার মুসা বিন শমসের কলেজের সামনে গিয়ে অটোরিকশার গতিরোধ করে নিজেদেরকে র্যাব সদস্য পরিচয় দিয়ে অটোরিকশাটি ছিনতাই করার চেষ্টা করে। এসময় তাদের আচরণে উপস্থিত জনতার সন্দেহ হলে তাদের আটক করে পুলিশকে খবর দেয়। পরে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এএসআই (পিপিএম) হারুন অর রশিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত আরও একটি সিএনজি উদ্ধার করা হয়। এ ঘটনায় পলাশ থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।
এছাড়া গ্রেপ্তার আব্দুল করিম মিয়া ও আবুল কালাম আজাদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে বলে জানান ওসি।
পিডিএস/মীর