চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

  ২৫ মার্চ, ২০২৩

চরভদ্রাসনে গণহত্যা দিবস পালিত

ছবি : প্রতিদিনের সংবাদ।

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৫ মার্চ) সন্ধা ৭টায় উপজেলা স্বাধীনতা চত্ত্বরে মোমবাতি প্রজ্জলন করা হয়।

মোমবাতি প্রজ্বালন শেষে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা ।

সভায় ২৫ মার্চ, ৭১’-এর কালো রাত্রি নিয়ে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন এসিল্যান্ড খায়রুল ইসলাম, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা, বীর মুক্তিযোদ্ধা আবুল কালামসহ আরো অনেকে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ৪নং ইউনিয়ন চেয়ারম্যান ইয়াকুব আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাফিজুর রহমানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে শহীদদের বিদ্বেহী আত্নার মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

পিডিএস/এএমকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চরভদ্রাসন,গণহত্যা দিবস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close