চৌগাছা (যশোর) প্রতিনিধি
১৯ মার্চ, ২০২৩
চৌগাছায় ইট পড়ে প্রাণ গেল শিশুর

প্রতীকী ছবি
যশোরের চৌগাছায় একটি ভবন থেকে ইট পড়ে শ্রেয়া বালা (৭) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার (১৮ মার্চ) সকালে মাইক্রোস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিশুটি তার মায়ের সঙ্গে কোচিং শেষে বাড়ি ফিরছিল। হঠাৎ চারতলা ভবন থেকে একটি ইট শিশুর মাথার ওপর পড়ে। তাৎক্ষণিভাবে তাকে চৌগাছা সরকারি হসপিটালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জিল্লাল হোসেন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
পিডিএস/মীর
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন