বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

  ১৯ মার্চ, ২০২৩

‘গুণীদের সম্মান না জানালে পিছিয়ে পড়ব’

চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেছেন, ‘যারা দেশকে সেবা দিচ্ছেন তাদের যদি আমরা সম্মান জানাতে না পারি, কৃতজ্ঞতা জানাতে না পারি তাহলে আমরা পিছিয়ে পড়ব। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের উচিত গুণীজনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা। দেশের উন্নয়নে, মানুষের কল্যাণে সৃজনশীল কাজ করছেন গুণীজনরা।’

শনিবার (১৮ মার্চ) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী শীলকূপ সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শীলকূপ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাবু কুসুম বন্ধু বড়ুয়ার সভাপতিত্বে ও প্রকাশ বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ, শীলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, বাহারচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক, শীলকূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কায়েস সরওয়ার সুমন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভূপাল বড়ুয়া, সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন রিপন, বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহা. শহিদুল্লাহ প্রমুখ।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গুণী,সম্মান,বাঁশখালী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close