তালতলী (বরগুনা) প্রতিনিধি :
নানাবাড়িতে গিয়ে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

বরগুনার তালতলীতে তেঁতুল গাছ থেকে পড়ে রাব্বী খা (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তবে শিশুটির দাদি দাবি করছেন, এটি হত্যাকাণ্ড। সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার ছকিনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাব্বী একই এলাকার মৃত্যু জালাল খা এর ছেলে।
স্থানীয় সূত্র জানা গেছে, গতকাল তার মায়ের সঙ্গে একই এলাকায় নানা বাড়িতে বেড়াতে যায়। দুপুরে রাব্বী তেঁতুল গাছে তেঁতুল পাড়তে উঠলে গাছ থেকে পড়ে গিয়ে সেখানে মৃত্যু হয়। পরে তার মা দেখতে পেয়ে ডাক-চিৎকার শুরু করলে আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসে। তবে নিহত রাব্বির দাদির দাবি তার নাতিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
এ বিষয় তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে শিশুটি তেঁতুল গাছ থেকে পড়ে মারা গেছে। তবে ময়না তদন্তের রিপোর্টের পর ভালোভাবে বলা যাবে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।
পিডিএস/এএমকে