শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

  ০৫ ফেব্রুয়ারি, ২০২৩

শ্রীমঙ্গলে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

ছবি : প্রতিদিনের সংবাদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেকার যুবকদের মোবাইল সার্ভিসিংয়ের ওপর প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ-পরবর্তী সনদ বিতরণ করা হয়েছে।

রবিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘উপজেলা যুব ও ক্রীড়া উন্নয়নবিষয়ক কমিটির বাস্তবায়নে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২০ জন বেকার যুবকের মাঝে সনদপত্র ও সম্মানী প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার করের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, জাইকার প্রতিনিধি নিশিত বরন রায়, প্রমুখ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শ্রীমঙ্গল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close