রাজবাড়ী প্রতিনিধি :

  ০৩ ফেব্রুয়ারি, ২০২৩

দীর্ঘ ৪ মাস পর জামিনে মুক্ত রাজবাড়ীর সেই স্মৃতি

ছবি : প্রতিদিনের সংবাদ।

দীর্ঘ চার মাস পর জামিনে মুক্তি পেয়েছে রাজবাড়ী জেলা মহিলা দলের নেত্রী সোনিয়া আক্তার স্মৃতি (৩৫)। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও রাজবাড়ী শিশুপার্কে ফুসকা উৎসবের নামে অশ্লীল নৃত্য আয়োজন করার অভিযোগে করা পৃথক দুটি মামলায় জামিনে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি রাজবাড়ী জেলা কারাগার থেকে মুক্তি পান। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা

স্মৃতি রাজবাড়ী শহরের ৩ নম্বর বেড়াডাঙ্গা এলাকার প্রবাসী মো. খোকনের স্ত্রী। তিনি রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা।

স্মৃতির আইনজীবী অ্যাডভোকেট নেকবর হোসেন মনি বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলা ও ফেসবুক গ্রুপ খাদক বাঙালির আয়োজনে রাজবাড়ী শিশুপার্কে অশ্লীল নৃত্য পরিবেশনের আয়োজন করার অভিযোগে করা মামলায় জামিনে মুক্তি লাভ করেছেন স্মৃতি। সন্ধ্যায় তিনি জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

নেকবর হোসেন মনি বলেন, গত বছরের ৩১ অক্টোবর হাইকোর্ট থেকে জামিন পান স্মৃতি। পরে চেম্বার জজ আদালত এ জামিনের ওপর তিন মাসের স্থগিতাদেশ দেন। গত ১৫ জানুয়ারি আপিল বিভাগে শুনানি হলে হাইকোর্টের জামিন আদেশ বহাল রাখেন আদালত। বহালের আদেশ আজ রাজবাড়ী চিফ জুডিশিয়াল আদালতে পৌঁছালে তাকে মুক্তির আদেশ দেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৫ অক্টোবর রাজবাড়ী সদর থানায় মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব মো. সামসুল আরেফিন চৌধুরী ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে মামলা করেন। ওই দিন রাতেই সোনিয়া আক্তার স্মৃতিকে গ্রেফতার করে রাজবাড়ী সদর থানা পুলিশ। এরপর থেকে কারাগারে ছিলেন তিনি।

পরে রাজবাড়ী শিশুপার্কে ফুসকা উৎসবের নামে অশ্লীল নৃত্যের আয়োজন করার অভিযোগে করা মামলায় পুলিশ তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে। আদালত ওই মামলায় তাকে শোন এ্যারেস্ট দেখান।

পিডিএস/এএমক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জামিনে মুক্ত,রাজবাড়ী,জেলা মহিলা দল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close