টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

  ৩১ জানুয়ারি, ২০২৩

ইজতেমা মাঠ বুঝে নিলেন জুবায়েরপন্থীরা

ফাইল ছবি

কয়েক দফা বৈঠক শেষে জেলা প্রশাসকের কাছ থেকে ইজতেমা ময়দান বুঝে নিয়েছেন প্রথম পর্বের বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির শীর্ষ মুরব্বিরা। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে মাঠ বুঝে নেন তারা। এর আগে ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হওয়ার পর মাওলানা সাদপন্থিরা জেলা প্রশাসকের কাছে ইজতেমার ময়দান বুঝিয়ে দেওয়া হয়। গত শুক্রবার রাত ১০টায় দুই পক্ষের ইজতেমা আয়োজক কমিটির শীর্ষ মরুব্বিদের নিয়ে নিজ বাসভবনে বৈঠকে বসেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার অপরাধ (দক্ষিণ) মাহবুব উজ জামান, সহকারী উপ-কমিশনার মেহেদী হাসান, টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলমসহ গাজীপুর জেলা প্রশাসকের প্রতিনিধিরা ময়দানে উপস্থিত ছিলেন।

ইজতেমা ময়দানের জিম্মাদার (জুবায়েরপন্থি) মাওলানা আব্দুল্লাহ শামিম বলেন, আমরা বিশ্ব ইজতেমার ময়দান বুঝে নিয়েছি। আগামী ইজতেমা পর্যন্ত ময়দানের সকল মালামাল আমাদের জিম্মায় (তত্ত্বাবধানে) থাকবে। ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আয়োজনে মালামাল ময়দানের উত্তর পশ্চিম অংশের নির্ধারিত স্থানে রেখে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিততে ওই কক্ষটি সিলগালা করা হয়। সাদপন্থিরা আমাদের কার্পেট, ফ্রিজ, এসি চুরি করেছে নিয়ে গেছে। বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারকে জানানো হয়েছে।

প্রথম পর্বের (জুবায়েরপন্থি) আয়োজক কমিটির শীর্ষ মুরব্বি মাওলানা ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নান বলেন, গাজীপুর জেলা প্রশাসকের প্রতিনিধি দল ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে ময়দান বুঝে নিয়েছি। আমরা সরকারকে ধন্যবাদ জানাই।

গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে। প্রতিনিধি দল জুবায়েরপন্থিদের কাছে ইজতেমার ময়দান বুঝিয়ে দিয়েছেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিশ্ব এজতেমা,সাদপন্থী,যুবায়ের পন্থী,এজতেমা মাঠ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close