কিশোরগঞ্জ প্রতিনিধি

  ২৮ জানুয়ারি, ২০২৩

মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মা খুন 

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের মিঠামইনে ছেলের হাতে মা খুন হয়েছেন। এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ। ঘাতক ছেলে ইন্দ্রজিত দাস (৪৫) মানসিকভাবে ভারসাম্যহীন বলে জানা গেছে।

শনিবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার মিঠামইন সদর ইউনিয়নের গোবিন্দপুর বড়হাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনমোহনী দাস (৭০) উপজেলার গোবিন্দপুর বড়হাটি গ্রামের মৃত হরিলাল দাসের স্ত্রী।

জানা গেছে, বড়হাটি গ্রামের মৃত হরিলাল দাসের ছেলে ইন্দ্রজিত দাস দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। তাকে নিয়মিত চিকিৎসায় কোনো উন্নতি হয়নি। শনিবার সকালে ইন্দ্রজিত ক্ষিপ্ত হয়ে কাঠের টুকরা দিয়ে তার মায়ের (মনমোহনী দাস) মায়ের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মা মনমোহনী দাসের মৃত্যু হয়।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্র নাথ গোলদার জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছেলে ইন্দ্রজিতকে আটক করে থানায় নেওয়া হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মানসিক ভারসাম্যহীন,ছেলের হাতে মা খুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close