রাজবাড়ী প্রতিনিধি

  ২৫ জানুয়ারি, ২০২৩

রাজবাড়ীতে বাংলা উৎসব ২৭ জানুয়ারি

ছবি : সংগৃহীত

শুদ্ধ বাংলা ভাষার যথাযথ চর্চায় রাজবাড়ীতে দুই দিনব্যাপি অষ্টম বাংলা উৎসব আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করবেন কথা সাহিত্যক ও সাংবাদিক আনিসুল হক। বাংলা উৎসবে থাকছে, বাংলা ভাষার সঠিক ব্যবহার, শুদ্ধ উচ্চারণ, শুদ্ধ বানান, চিত্রাঙ্কন, গণিত ও দেয়াল পত্রিকাসহ ৫০টি প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় অংশ নিবেন জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থী।

এ উপলক্ষে বুধবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী একাডেমির আয়োজনে শহরের মেজবাহ-উল-করিম রিন্টু স্মৃতি সংস্কৃতি চর্চা কেন্দ্রে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজবাড়ী একাডেমির সাধারণ সম্পাদক ডা. মো. ইকবাল হোসেন, সহ-সভাপতি কমল সরকার, যুগ্ম-সম্পাদক আহসান হাবিব হাসু, সাংগঠনিক সম্পাদক ফারুক উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নিলয় সাহা প্রমুখ।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজবাড়ী,অষ্টম বাংলা উৎসব,শুদ্ধ বাংলা ভাষা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close