দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

  ২২ জানুয়ারি, ২০২৩

অনশনের পর মিলল স্ত্রীর স্বীকৃতি

ছবি : প্রতিদিনের সংবাদ

পটুয়াখালীর দুমকীতে বিয়ের দাবিতে অনশনের ১৫ দিন পর বিয়ে হয়েছে মনি আক্তার (১৯) নামে এক শিক্ষার্থীর। শনিবার (২১ জানুয়ারি) রাতে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের পূর্ব জলিশা গ্রামে প্রেমিক রাব্বির বাড়িতে এ বিয়ের আয়োজন করা হয়।

স্থানীয় সূত্র জানায়, ৭ জানুয়ারি পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার মনি আক্তার বিয়ের দাবিতে রিয়াজুল ইসলাম রাব্বির বাড়িতে অবস্থান করেন। দীর্ঘ ১৪ দিন অবস্থানকালে প্রেমিক আত্মগোপনে ছিলেন। বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ব্যাপক প্রচার হওয়ায় মনিকে বিয়ে করতে বাধ্য হন রাব্বি।

পাঁচ বছর আগে মনি আক্তারের সঙ্গে পরিচয় হয় রাব্বির। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন রাব্বি। বিষয়টি জানাজানি হলে কিছুদিন আগে দুই পরিবারের মাঝে বাড়িঘর দেখা দেখিও হয়। তবে রাব্বি প্রেমের সম্পর্ক অস্বীকার করে মনিকে বিয়ে করতে দ্বিমত পোষণ করেন। পরবর্তীতে কোনো উপায় না পেয়ে মনি আক্তার রাব্বির গ্রামের বাড়িতে ৭ জানুয়ারি বিকেল থেকে বিয়ের দাবিতে অবস্থান নেন।

আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা জানান, ছেলে মেয়ের অভিভাবকদের সম্মতিতে এ বিয়ের আয়োজন করা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অনশন,স্ত্রীর স্বীকৃতি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close