reporterঅনলাইন ডেস্ক
  ১০ ডিসেম্বর, ২০২২

ফুলপুরে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুরে পুকুরে ডুবে আছিয়া খাতুন (৪) ও তানিয়া আক্তার (সাড়ে ৩ বছর) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো বোন।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার ছনধরা ইউনিয়নের রামসোনা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আছিয়া ওই গ্রামের উসমান গণির কন্যা আর তানিয়া একই গ্রামের ছায়েদুল ইসলামের কন্যা।

জানা যায়, তাদের নিজ বাড়ির সামনে আনুমানিক ২০০ গজ দূরে পুকুর পাড়ে চাচাতো ভাই জুবায়েরকে নিয়ে শিশু দুটি খেলাধুলা করছিল। এক পর্যায়ে আছিয়া ও তানিয়া পুকুরে পড়ে যায়। জুবায়ের তা দেখে দৌড়ে বাড়িতে গিয়ে জানালে জাহিদুল ইসলাম ও জেলেখা বেগম দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশু দুইটিকে উদ্ধার করে। কিন্তু ততক্ষণে তারা দুইজনই মারা যায়। পরে ফুলপুর থানা পুলিশকে বিষয়টি অবগত করালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পিডিএস/এএমকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফুলপুর,পুকুরে ডুবে মৃত্যু
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close