টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

  ০১ ডিসেম্বর, ২০২২

টঙ্গীতে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু

ছবি : সংগৃহীত

গাজীপুরে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা। সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় হাজারো ধর্মপ্রাণ মুসল্লি এই ইজতেমায় উপস্থিত হয়েছেন।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ফজরের নামাজের পর বয়ান ও আলোচনার মধ্য দিয়ে শুরু হয় এই জোড় ইজতেমা। মূল ইজতেমার পূর্ব প্রস্তুতিমূলক সভা হিসেবে পরিচিত এই জোড় ইজতেমায় এক থেকে তিন চিল্লা সমাপ্তকারি মুসল্লিরাই অংশ নিয়ে থাকেন।

জোড় ইজতেমার মোনাজাত শেষে বিভিন্ন কাফেলায় ভাগ হয়ে তারা দেশ বিদেশে দ্বীনের দাওয়াত দিতে বেরিয়ে পড়বেন। পরে ফিরে এসে মূল ইজতেমায় যোগ দিবেন মুসল্লিরা। জোড় ইজতেমায় আগত মুসল্লিদের জন্য পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জোড় ইজতেমা,টঙ্গী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close