ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

  ২৫ নভেম্বর, ২০২২

‘কৃষকের উন্নয়নে কাজ করছে সরকার’

ছবি : প্রতিদিনের সংবাদ

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, ‘বর্তমান সরকার কৃষকদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, কীটনাশক ও বীজসহ নানা উপকরণ বিতরণ করছে। দরিদ্র কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে। কৃষকদের মাধ্যমেই দেশের মানুষের খাদ্যের যোগান নিশ্চিত হয়। কৃষকরা জাতির গুরুত্বপূর্ণ অংশ। এ কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে।’

শুক্রবার (২৫ নভেম্বর) জামালপুরের ইসলামপুরে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে আয়োজিত কৃষক সমাবেশে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফরিদুল হক খান বলেন, ‘বিএনপি সরকারের সময় কৃষকদের পাঁচ হাজার টাকায় সার কিনতে হয়েছে। সারের জন্য ১৯ জন কৃষককে জীবন দিতে হয়েছিল। আর এখন দেশের প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার দেওয়া হচ্ছে। একটি কুচক্রী মহল দেশে কৃত্রিম সংকট সৃষ্টি করে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। সরকার তা শক্ত হাতে প্রতিরোধ করেছে। এখন দেশে সারের আর কোনো সংকট নেই। সরকার কৃষি ও কৃষকদের উন্নয়নে কেবলমাত্র সারের ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। সরকার প্রতি বস্তা সার কিনছে সাড়ে ছয় হাজার টাকায়। আর কৃষক পর্যায়ে বিক্রি করছে ৮০০-১১০০ টাকায়।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ তিন বেলা পেট ভরে ভাত খেতে পারছে। এটা বর্তমান সরকারের বড় স্বার্থকতা। দেশে এমন কোনো পরিবার নেই, যে পরিবার সরকারের কোনো না কোনো সহযোগিতা পায় না।’ এ ক্ষেত্রে তিনি বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষা ভাতা, হিজড়া ভাতা, ভিজিডি এবং ভিজিএফের কথা উল্লেখ করেন।

তিনি বলেন শেখ হাসিনা ছাড়া এ দেশ নিরাপদ নয়। বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস দেশের মানুষকে এখনো শিহরিত করে। মানুষ সেই ভয়াবহতা ভুলতে পারেনি।’

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ইসলামপুরে আয়োজনে কৃষি সমাবেশ বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা, উপজেলার পরিষদ চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল, পৌর মেয়র আব্দুল কাদের শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক বিএসসি ও রোজিনা আক্তার চায়না, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেস, উপজেলা কৃষকলীগের সভাপতি নুরুল ইসলাম প্রমুখ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কৃষকের উন্নয়ন,ধর্ম প্রতিমন্ত্রী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close