সিরাজগঞ্জ প্রতিনিধি

  ০৫ অক্টোবর, ২০২২

সিরাজগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়নে জনসচেতনতা

ছবি : প্রতিদিনের সংবাদ

‘মা ইলিশ রক্ষা পেলে, দেশে প্রচুর ইলিশ মেলে’ স্লোগানে সিরাজগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান (৭-২৮ অক্টোবর) শুরু হচ্ছে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মঙ্গলবার (৪ অক্টোবর) বিকালে জনসচেতনতা সভা হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জেলে সম্প্রদায়, আড়তদার, মাছ বিক্রেতাদের মাঝে মা ইলিশ সম্পদ সংরক্ষণ ও জাতীয় ইলিশ উৎপাদন বৃদ্ধিতে সচেতনমূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি।

তিনি বলেন, ‘এখন হলো প্রধান প্রজজন মৌসুম, তাই নদী বা সাগর হতে মা ইলিশ ধরা থেকে বিরত থাকতে হবে। আগামী ৭ অক্টোবর হতে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা যাবে না। দেশে ইলিশ মাছের উৎপাদন বাড়াতে হলে সবাইকে এই নিয়ম মেনে চলতে হবে। এজন্য সকলের সহযোগীতা কামনা করেন তিনি।’

সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এস এম রকিবুল হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহিনুর রহমান, সিরাজগঞ্জ নৌ-থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা লিটন সরকার প্রমুখ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জ,ইলিশ সম্পদ উন্নয়ন,জনসচেতনতা সভা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close