বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

  ০২ অক্টোবর, ২০২২

বাঁশখালীতে মণ্ডপ পরিদর্শনে এমপি মোস্তাফিজ

সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজা উৎসব আনন্দমুখর পরিবেশে পালিত হচ্ছে কিনা, তা দেখার জন্য মণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। মহাষষ্ঠীতে শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপ ঘুরে দেখেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ (বিপিএম), জেলা কমান্ড্যান্ট আনসার ভিডিপি, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুজন চন্দ্র সরকার, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুজ্জামান চৌধুরী, থানা অফিসার ইনচার্জ কামাল উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মাহমুদুল হাসানসহ পূজা উদযাপন পরিষদের সভাপতি ও পৌরসভার কাউন্সিলর বাবু প্রণব দাশ, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সাধারণ সাম্পাদক ঝুন্টু দাশসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, সরকার দুর্গাপূজাকে শান্তিপূর্ণ করতে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। যে কারণে প্রতি বছরই বাঁশখালীতে পূজা মণ্ডপের সংখ্যা বেড়েই চলছে। আমরা এই উৎসবকে সর্বজনীন হিসেবে নিয়েছি বলে হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্ন উৎসবটি পালন করে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মণ্ডপ পরিদর্শন,বাঁশখালী,এমপি মোস্তাফিজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close