reporterঅনলাইন ডেস্ক
  ০২ অক্টোবর, ২০২২

নৌকাডুবি : নি‌খোঁজ জেলের মরদেহ উদ্ধার করল কোস্টগার্ড

মেঘনা নদীর ফাইল ছবি

ভোলার মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে মেঘনা নদীর শাখা ইলিশা নদীর কন্দ্রকপুর-সংলগ্ন এলাকায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মাছ ধরার ট্রলার (ডিঙ্গি নৌকা) ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা কামাল জমাদ্দার (৪০) ও ইউসুফ (১৭) নিখোঁজ হন। অপর একটি ট্রলারের সহায়তায় ইউসুফকে উদ্ধার করা হলেও কামাল নিখোঁজ থাকেন।

বিষয়টি কোস্টগার্ড দক্ষিণ জোন অবগত হলে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কোস্টগার্ড দক্ষিণ জোনের অধিনে থাকা বিসিজি আউটপোস্ট ইলিশার উদ্ধারকারী দল সেখানে যায়। উদ্ধার অভিযান চলাকালীন এদিন দুপুর ২টায় মেঘনা নদীর কন্দ্রকপুর এলাকা থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

কামাল জমাদ্দার ভোলার সদর উপজেলার দক্ষিণ রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরে মরদেহটি পুলিশের উপস্থিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিজ্ঞপ্তি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কোস্টগার্ড,মরদেহ উদ্ধার,ভোলা,নৌকাডুবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close