জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

  ২৯ আগস্ট, ২০২২

জগন্নাথপুরে আগুনে গবাদি পশুসহ বসতঘর ছাই

ছবি : প্রতিদিনের সংবাদ

সুনামগঞ্জের জগন্নাথপুরে আগুনে ৪টি ভেড়া ও ২টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। রবিবার (২৮ আগস্ট) রাত ৩টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামে জহির মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। এতে প্রায় ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তোভোগীদের। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, নারিকেলতলা গ্রামের জহির মিয়া বসতঘরে রবিবার রাত ৩টার দিকে আগুন দেখতে পায় স্থানীরা। আশে পাশের লোকজন আগুন নিভানোর চেষ্টা করেন। পরে জগন্নাথপুরের ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। সোমবার সকালে পুলিশ ও রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক জহির মিয়া বলেন, ‘প্রতিপক্ষের লোকজন দীর্ঘ দিন ধরে সমস্যা সৃষ্টি করে আসছে। আগের বছর আমার ভাইয়ের গাড়িতে আগুন দিয়েছিল। এবার আমার সকল কিছু শেষ করে দিয়েছে। আগুনে ৪টি ভেড়া, ঘরের সকল মালামালসহ লাখ টাকা পুড়ে গেছে।’

এদিকে পুলিশ বলছেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জগন্নাথপুর,আগুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close