নিজস্ব প্রতিবেদক:

  ১২ মে, ২০২৪

চীনে প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি করবে রাঙামাটি ফুড

এশিয়ার বৃহৎ অর্থনীতির দেশ চীনে পাহাড়ি ফলসহ প্রক্রিয়াজাত মাছ রপ্তানি করবে এক্সপো গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রাঙামাটি ফুড প্রোডাক্টস লিমিটেড। এ জন্য চীনা প্রতিষ্ঠান ডাকা টাকা (বেইজিং) ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানির সঙ্গে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর মতিঝিলে রাঙামাটি ফুড প্রোডাক্টসের কার্যালয়ে অনুষ্ঠিত এই সমঝোতা স্মারকে রাঙামাটি ফুড’স এর পক্ষে চেয়ারম্যান তানিয়া সুলতানা ও ডাকা টাকা (বেইজিং) ইন্টারন্যাশনালের পক্ষে হি জিং স্বাক্ষর করেন।

চুক্তি অনুসারে, এখন থেকে রাঙামাটি ফুডসের নিজস্ব কারখানায় প্রক্রিয়াজাত পাহাড়ি আনারস, কাঁঠাল, পেয়ারা, আমসহ বিভিন্ন মৌসুমি ফল ইত্যাদি সরাসরি কিনতে ডাকা টাকা। এছাড়া প্রতিষ্ঠানটি প্রক্রিয়াজাত ইলিশ মাছও কিনবে। পাশাপাশি প্রতিষ্ঠান দুইটি নিজ নিজ দেশে ব্যবসা সম্প্রসারণ ও বাজার গবেষণায়ও একে অপরকে সহযোগিতা করবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাকা টাকা (বেইজিং) ইন্টারন্যাশনাল,রাঙামাটি ফুড প্রোডাক্টস,রপ্তানি,সমঝোতা স্মারক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close