নিজস্ব প্রতিবেদক:

  ১৬ মার্চ, ২০২৪

পুনরায় ডিএসই’র স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ

ডিএসই’র স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বতন্ত্র পরিচালক হিসেবে পুনর্নিয়োগ পেলেন বিগ্রেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ। বৃহস্পতিবার (১৪ মার্চ) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি’র মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিস ডিপার্টমেন্ট থেকে ডিএসই’র চেয়ারম্যানের কাছে পাঠানো এ সংক্রান্ত একটি চিঠি থেকে বিষয়টি জানা যায়।

চিঠিতে বলা হয়, ডিএসই’র বোর্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রেগুলেশন ২০১৩ এর ৫(২) বিধি অনুসারে ১৫ মার্চ ২০২৪ থেকে পরবর্তী ৩ বছরের জন্য বিগ্রেডিয়ার জেনারেল এম ইমরান হামিদকে ডিএসই’র স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ নবায়ন অনুমোদন করেছে বিএসইসি। এর আগে গত ১০ মার্চ এম ইমরান হামিদকে স্বতন্ত্র পরিচালক হিসেবে পুনঃনিয়োগ দিতে নিয়ন্ত্রক সংস্থার কাছে চিঠি দেয় ডিএসই।

উল্লেখ্য বিগ্রেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ ১৫ মার্চ ২০২১ তারিখে প্রথমবারের মতো ডিএসই’র স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পান। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ পদাতিক ডিভিশনের বিগ্রেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাকা স্টক এক্সচেঞ্জ,ডিএসই,বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন,বিএসইসি,ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close